জুলাই পূর্নজাগরনে সমাজ গঠনে জুরাছড়ি উপজেলায় শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সমাজ সেবা বিভাগের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলন ও সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মা শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপস্থিত সকলকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ-বিন-আখন্দ।
এ সময় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সমন চন্দ্র বণিক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, ইউনিয়ন সমাজ কর্মী মিহির কান্তি চাকমা, জোতিন প্রিয় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শপথ গ্রহন অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি, শিক্ষক, ছাত্র, দিনমজুর, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।