কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র পরিচালক মাস্টার আব্দুর রশিদ।
কেন্দ্র পরিচালনা কমিটির সহ পরিচালক প্রভাষক ইউনুস বিন নজিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক মেয়র সরওয়ার কামাল, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি এবং রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নঈম মুহাম্মদ হারুন।
এছাড়া ঈদগাঁও উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, সহ সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, কেন্দ্র সচিব মোবারক হোসাইন, ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাস্টার মনজুর আলম, মাওলানা আহমদ উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।