চট্টগ্রাম থেকে আসতে রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেক পোষ্টে প্রায় ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহর থেকে ছেড়ে যাওয়া একটি কুরিয়ার সার্ভিস গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করেছে চেক পোষ্টে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঢাকা মেট্টো-ম ১৩-২৩৩৫ স্টেড ফাস্ট নামে কুরিয়ার সার্ভিস গাড়িতে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ গাড়িটি জব্দ করেছে। এসময় ট্রেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যান গাড়িসহ দুইজনকে আটক করেছে রাঙামাটি সেনা জোন কর্তৃপক্ষ। আটককৃতরা হলো ট্রেডফার্স্ট কুরিয়ার রাঙামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ সবুজ জানান, আমি শুনেছি সেনাবাহিনী তল্লাশি করে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ভারতীয় সিগারেট জব্দ করেছে। পরে সেনাবাহিনী সিগারেটসহ ২জনকে বিজিবিকে হস্তন্তর করেছে। তবে এবিষয়ে তেমন কিছু বলছে পারছে না এস আই সবুজ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, দুপুরের দিকে শহরের প্রবেশ পথ মানিকছড়ি চেক পোস্টে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছে।