রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১১বছর পর অনুষ্ঠিত হয়েছে ত্রি -বার্ষিক সম্মেলন। বিভিন্ন দলীয় কর্মসূচি মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ হলরুমে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সম্মেলনের প্রথম অধিবেশন মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি সদস্য মংউচিং মারমা, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক ক্যসাচিং মারমা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলক চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি থোয়াইসিমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা,শিবু মল্লিক,প্রবীর দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার।প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়াতে কোন সিদ্ধান্ত হয়নি।
ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন।