মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুরাছড়িতে গৃহহীন ২০ পরিবারকে সেনাবাহিনীর ঘর প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত। পাহাড়ি জনপদের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও এর ধারাবাহিক অংশ। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোনের উদ্যোগে প্রথম পর্যায়ে গৃহহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত ২০টি ঘর হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার জুরাছড়িতে আয়োজিত অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, জুরাছড়ি জোন আনুষ্ঠানিকভাবে সর্বশেষ দুটি পরিবারের নিকট গৃহের চাবি হস্তান্তর করেন।

এছাড়াও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে অনুষ্ঠানে ১২ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে, স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং একাধিক পরিবারকে হাঁসের ঘরসহ হাঁস দেওয়া হয়। ইতোমধ্যেই হাঁসের ঘরগুলো তাদের নিজ নিজ বাড়িতে সেনাবাহিনীর তত্বাবধানে নির্মাণ করে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, অতিসম্প্রতি জোনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে, বিশেষ করে চোখের ছানি ও সম্পর্কিত সমস্যাগুলো দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে।

অনুষ্ঠানে উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান, কার্বারী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সম্মানিত জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন— “বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন এবং সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: