বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের (তেজস্বী বীর) আওতাধীন বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ি বাঙ্গালি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবের নেতৃত্বে সকাল ৯টায় হতে দুরছড়ি এলাকায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে প্রায় ২ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা নিশ্চিত করে পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করেন সেনাবাহিনী।
উপকারভোগীরা লংগদু জোনের ধারাবাহিক এ বিনামূল্যে চিকিৎসা সহায়তার জন্য এবং জোন অধিনায়ক সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।