প্লাস্টিক দুষণের সমাধানে, আইনের কঠোর প্রয়োগ চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক।
সোমবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে সনাকের সভাপতি শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস এর সভাপতি চারু বিকাশ ত্রিপুরা। বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল এর জেলা শাখার সভাপতি ওয়া্ পেইং মারমা, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়া, সনাকের সহ- সভাপতি অংসুই মারমা।
বক্তারা বলেন পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে। প্লাস্টিক ও পলিটিন ব্যবহার না করার জন্য এর ক্ষতিকর দিক গুলো নিয়ে সচেতনা মূলক প্রচার প্রচারনা করতে হবে। এ সকল কাজে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল, কেএমকেএস, জাবারাং কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠন নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।