একই আকারের ৫০টি জাতীয় পতাকা। স্থাপন করা হয়েছে নৌ-যানের ছাঁদে। একসাথেই ভেসে চলেছে দুটি মাঝারি আকারের ইঞ্জিন বোট। বাতাসে পত পত করে উড়ছে লাল সবুজের রোশনাই। কাছে দূরের চোখ যেন বাতাসের ছন্দেই লাল সবুজের পেছনে ছুটছে। কিছুটা অবাক বিষ্ময়ে প্রশ্ন জাগে, এমনটা কি আগে কখনও হয়েছিল? না। ব্যতিক্রমী এই আয়োজন কেবল এবারই হয়েছে।
মনোরম এ দৃশ্যটি চোখে পড়েছে রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায়। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ব্যতিক্রমী এমন নৌ র্যালীর অংশ এটি। স্পট, রাঙামাটির কাপ্তাই হ্রদের উন্নয়ন বোর্ড নৌ-যান ঘাট এলাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে হয়েছে এ আয়োজন। ছিল ভ্রাম্যমাণ সড়ক র্যালীও।
নৌ-র্যালীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন প্রমূখ।