ভারী বর্ষণে ভূমিধসের ক্ষতি প্রতিরোধে রাঙামাটির নানিয়ারচরে প্রস্তুতিমূলক এক সভার আয়োজন করা হয়েছে।
২১ জুন (মঙ্গলবার) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন নানিয়ারচর উপজেলায় পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ বসতবাড়ির সমূহের নয়টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে মোট ৩৬১ জন অবস্থান করছে। এবং এই পাহাড়ধসের ক্ষতির প্রতিরোধে জনপ্রতিনিধি হেডম্যান কারবারি স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে তথ্য দিয়ে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি ।
সভায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূয়েন খীসা,নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার,চার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ, সামাজিক সংগঠনের লোকজন উপিস্থিত ছিল।