খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১১ ডিসেম্বর) দুপুরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সামনে সিএমবি মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী’রা অংশগ্রহণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত আছে জামায়াত থাকবে। কয়েকদিনের জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে এখন নিষিদ্ধ সংগঠনে পরিনত হয়েছে ছাত্রলীগ। ফ্যাসিস্ট সরকার পালিয়েছে কিন্ত ফ্যাসিজমের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কর্মপরিষদ সদস্য এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। এসময় তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশের সকল কারাগারে জামায়ের নেতাকর্মী দিয়ে কারাগার ভরপুর করে রেখেছিলো শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। নিজেদের স্বার্থে হাসিলের জন্য মনগড়া ট্রাইবুনাল গঠন করে জামায়াতের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা ও ফাঁসি দেওয়া হয়েছিলো। দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এতো অপরাধ সে করেছে ভয়ে ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়েছে।
কর্মী ও সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পাদক মোঃ ইউসুফ। লংগদু উপজেলার জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, পানছড়ি উপজেলার আমির মোঃ জাকির হোসেন। খাগড়াছড়ি সদর উপজেলার আমির মোঃ ইলিয়াস। দীঘিনালা উপজেলার বায়তুলমাল সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উদ্দিন। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির এর খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।