রাঙামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বাঘাইছড়ির ৫ম শ্রেণির শিক্ষার্থী শিশু রুজিকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী রুজি আক্তারের দু’টি কিডনী নষ্ট হয়ে গেছে। রুজি আক্তারের জন্য আর্থিক সহায়তার তহবিল গঠন করেছে বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ছাত্রলীগ নেতা ঠিকাদার ত্রিদিপ দাশ ওরফে কিনাম।
শিশুটির গরিব পিতা কামাল হোসেন ও বড় ভাই মোঃ মনির হোসেন শিশুটির প্রাণ বাঁচাতে দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতা ও শিশুটির রোগারোগ্যে দোয়া চেয়েছেন। সাথে সাথে দেশের বিত্তশালীদের কাছে শিশুর চিকিৎসার জন্য হাত বাড়িয়েছেন। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। শিশুর পরিবার অত্যন্ত গরিব তাই এতগুলো টাকা ব্যয় করে শিশুর চিকিৎসা করানো সম্ভব নয়।
বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র ত্রিদিপ দাশ কিনাম বলেন, গত মাসে আমি ৫নং ওয়ার্ড থেকে সকলের সহযোগিতায় প্রায় ৩২ হাজার টাকা রুজির চিকিৎসার জন্য তুলে দিয়েছি। ফের ৫ হাজার ৮৪০ টাকা তুলে দিয়েছি। চলতি মাসের মধ্যে আরো ৭০-৮০ হাজার টাকা সহযোগিতা করবো। আমরা সকলের সহযোগিতায় শিশু রুজিকে বাঁচাতে চাই।
আমি অনুরোধ করবো যে যা পারেন সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন। টাকার জন্য আমরা মেধাবি শিশুটিতে হারাতে চাই না। সমাজে অনেক বিত্তশালী লোকজন আছেন তারা প্রাণ খুলে চাইলে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। তাই আসুন আমরা সবাই মিলে একটি শিশুর প্রাণ বাঁচাতে এগিয়ে আসি।