রাঙামাটির বাঘাইছড়িতে অবৈধ ৩টি করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের কবিরপুর ও চূড়াখালি এলাকায় অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহফুজুর রহমান।
এসময় বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাবলাখালি রেঞ্জের কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান,‘বেআইনীভাবে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন ও পরিচালনার অভিযোগ ৩ টি করাতকল উচ্ছেদ করা হয়।
করাতকল বিধিমালা-২০১২ এর ১২ বিধি অনুযায়ী অবৈধভাবে করাতকলে স্থাপন করায় মো.কোরবান আলী,মানিক মিয়াসহ তিন করাতকল মালিকে ২৫ হাজার টাকা জরিমানা হয়। এসময় করাতকলের মালামাল জব্দ করা হয়। ’ এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র,বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজ উপস্থিত ছিলেন ।