রাঙামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে ইস্তিয়াক হোসেন সায়মন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এঘটনা ঘটে। নিহত সায়মন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যমপাড়ার বাসিন্দা শরিফ উদ্দিনের (শরিফ ড্রাইভার) এর ছেলে এবং বায়তুশ শরফ মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সায়মন বাড়ির পাশে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ প্রায় কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।