রাঙামাটির নানিয়ারচরে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে মো. নুর আলম (২১) নামে এক যুবককে ৮ (আট) গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত মো. নুর আলম বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার ০২নং ওয়ার্ডের বৌ-বাজার এলাকার বাসিন্দা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় আটক নুর আলমকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম সহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেই।
এবিষয়ে ওসি মো: নাজির আলম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে অত্র এলাকাকে মাদক মুক্ত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
মাদকদ্রাব এর কারণে যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংসের মুখে প্রতিতো হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযানে কে সাধুবাদ জানান এলেকার সচেতন মানুষ।