রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার(৮ অক্টোবর) সকালে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক জ্যাকলিন তনচংগ্যার উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চাঙ্গা।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’র কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম। এ সময় কিশোর কিশোরী ক্লাবের সকল শিক্ষক’রা উপস্থিত ছিলেন।