মঙ্গলবার, মার্চ ২১News That Matters

কর্মস্থলে যাওয়ার পথে বোট দুর্ঘটনায় জুরাছড়ি ইউএনও

শেয়ার করুন:

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ রাঙামাটি থেকে কর্মস্থলে ফিরার পথে টেম্পো বোটের দুর্ঘটনায় কবলে পড়েছেন এতে ইউএনও সহ দুই জন আহত হয়েছেন।

অন্যজন হলে ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুসাইট।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রাঙামাটি থেকে কর্মস্থলে ফেরার পথে বার্মিজ বোট চেগেয়াছড়ি এলাকায় ডুবা চরে উঠলে বোটের যাত্ররা  বোট থেকে ছিটকে পরে । এতে দু’জনেই আহত হয়।

স্থানীয়রা বোট চালকরা তাদের উদ্ধার করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন বলেন, ইউএনওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে ইউএনওর তুলনায় বেশী আহত হয়েছেন ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুসাইট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *