রাঙামাটিতে পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন পুলিশ সুপারের সহধর্মীনি ও পুনাকের সভানেত্রী লাক্সমী।
সোমবার সকালে রাঙামাটি পুলিশ পলওয়লে পার্কের সামনে গরিব অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। শহরের বিভিন্ন এলাকা হতে ১৫৬ জন হতদরিদ্র গরিব ও অসহায় মানুষের মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন পুনাক সভানেত্রী।
এসময় উপস্থিত ছিলেন, তাহমিনা আক্তার সভানেত্রী পুনাক, সোনিয়া সদস্য পুনাকও সালেহা আরিফ সদস্য পুনাক।
পুনাক সূত্রে জানা গেছে, ঈদ উপহারের মধ্যে ছিল, সেমাই, চিনি, গুড়া দুধ, নারিকেল, আটা, ময়দা, সোয়াবিন তেল, ছোলা, পেয়াজ, ডাল ও সাবান। প্রত্যেক জনকে প্রায় এক হাজার টাকার ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার লোপামুদ্রা মহাজন ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ আরো অনেকে।