রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে ৩য় তম দানোত্তম মহান কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৩ ই অক্টোবর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট উপকরণ দান, কল্পতরু দান, মৈত্রী ভাবনা, পুষ্পমাল্য ও ক্রেস প্রদান, মানপত্র পাঠ, পিন্ডদান, হাজার প্রদীপ ও আকাশ প্রদীপ সহ নানাবিধ দান আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ফুরমোন আন্তর্জাতিক (বিদর্শন) ধ্যান ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ভৃগু মহাস্থবির। এছাড়াও উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন জিনপ্রিয় মহাস্থবির, প্রজ্ঞাবোধি মহাস্থবির, পূর্ণজ্যোতি মহাস্থবির এবং বিদর্শন স্থবির। উপস্থিত ছিলেন বন বিহারের অন্যান্য ভিক্ষু সংঘও।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান ধর্মপ্রাণ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমরজীব চাকমা। এছাড়াও বিশেষ ধর্মপ্রাণ দায়ক- দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার কবিতা চাকমা, ওয়ার্ড মেম্বার ক্যহ্লাপ্রু মার্মা। আরো উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, সহ -সাধারণ সম্পাদক রঞ্জন চাকমা, শিক্ষক প্রীতিময় চাকমা এবং বিঝু চাকমা সহ শত শত পূর্ণ্যাথী।
এ ছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে সঞ্চলনায় দায়িত্বে ছিলেন রবিন ও রবিনা চাকমা, ধর্মীয় সংগীত পরিবেশন করেন নোবেল চাকমা এবং মানপত্র পাঠ করেন সোনালী চাকমা।
উল্লেখ্য যে, আর্যরত্ন বন বিহারটি ১৯৬৯ সালে স্থাপিত হলে মহাকাল ভান্তে ও দায়ক দায়িকার সার্বিক সহযোগিতায় ২০১৪ সালে পূন:সংস্কার করা হলে বর্তমানে ৩ য় বারের মতো কঠিন চীবর দান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উৎযাপন করলো হিজাছড়ির বন বিহারের দায়ক-দায়িকা।