কক্সবাজার ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবার একেবারে নি:স্ব হয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা রাত ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত তিন বসতঘর মালিক হচ্ছে উক্ত এলাকার মৃত সিরাজুল হকের দুই ছেলে রাসেল ও সোহেল এবং হোছন আলীর ছেলে জাবের আহমদ।
স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল সিদ্দিকী জানান, সোহেলের রান্না ঘর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে নেয়, তার আগেই দুই ভাইয়ের বসত ঘরের পাশাপাশি প্রতিবেশী ছাবেরের ঘর ও যাবতীয় কিছু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা আগুন থেকে কোনমতে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ও জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে পৃথকভাবে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।