“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি এই কর্মসূচি’র আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারি, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমাসহ পরিবহন মালিক সমিতি ও চালক সমিতির নেতৃবৃন্দরা।
সভায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ বলেন, মোটরসাইকেল, সিএনজিকে ডিসিপ্লিনে আনতে হবে তবেই সড়কে শৃঙ্খলা ফিরবে। মালিক সমিতি চালক সমিতি বিআরটিএ সবাইকে নিয়ম মানতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি না দেওয়ার জন্য মালিক সমিতিকে অনুরোধ জানান তিনি। সড়কে অবৈধ সিএনজি না নামানোর জন্য কড়া সতর্কবার্তা দেন নেতৃবৃন্দদের প্রতি।
আলোচনা সভায় বক্তারা, চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, সড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহরের নিউমার্কেট চত্বরে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা হেলমেট বিতরণ করেন।