খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকা হতে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনা করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) দলের এক কালেক্টরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, আজ সোমবার গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের চাঁদাবাজ(কালেক্টর) মোঃ মিলন ত্রিপুরা’কে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি মাটিরাঙা উপজেলার ময়দাছড়া এলাকার হরিপুর্ন ত্রিপুরার ছেলে।
অভিযান পরিচালনা করে, ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মানিব্যাগ, ৪টি চাঁদা আদায়ের বই, ২টি মোবাইল, ২টি নোটবুক, ১টি ঘড়ি, ১ টি কালো ব্যাগ এবং নগদ ১০,০০০ টাকা জব্দ করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, নিরাপত্তা বাহিনী একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। হস্তান্তর শেষে পুলিশ আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহণ করবে।


















