রাঙামাটির কাপ্তাই ফায়ার সার্ভিস ও ডিফেন্স বিভাগের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই শিশু নিকেতন বাংলা এন্ড ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। কাপ্তাই ফায়ার স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ১টি ফায়ার সার্ভিসের দল এই মহড়ায় অংশ নেন।
এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প হলে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে কিভাবে আগুন নিভাতে হবে সেই বিষয়ে অবহিত করা হয়।
মহড়া অনুষ্ঠানে শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার সহ প্রতিষ্ঠানটির শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















