খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়নের কোর সভায় বোয়ালখালী, কবাখালী ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়রাম্যানদের তোপের মুখে পর পর সভাটি দুবার ২৫ ও ২৬ নভেম্বর স্থগিত হয়েছে। আবারও ২৭ নভেম্বর সভাটি হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।
সভায় জনপ্রতিনিধিরা অভিযোগ তুলেন, বোয়ালখালী ইউনিয়নের সার ডিলার দায়িত্বে আছেন চট্টগ্রাম রাউজানে ডাবুল মুরিং থানার পূর্ব মাদারি পুরের ৫৮ নং উত্তরনালা পাড়ার বাসিন্দা মোহাম্মদ লোকমান। দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম থেকে সার ডিলার পরিচালনা করে আসছেন। সার বিতরন নিয়ে অভিযোগ উঠেছে একাধিক বার, গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি একাধারে ইস্পাহানিটি লিমিটেডের চট্টগ্রামের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন বলে তথ্য বলা জানা যায়।

“সম্প্রতি” ২০২৩ সালে তিনি ভোটার আইডি স্থানান্তরের মাধ্যমে দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাবু পাড়ার বাসিন্দা হয়েছেন। সেখানে উল্লেখ করেছেন বাসস্থান পরিবর্তন (৫ বছর ধরে বসবাস করছেন) কিন্তু মোহাম্মদ লোকমান দীঘিনালা বাস স্টেশনের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলায় (৫ হাজার টাকা) মাসিক ভাড়াটিয়া হিসাবে মাসে ৪-৫ দিন রাত্রীযাপন করে থাকেন বলে জানা যায় হোটেল জুরানি সূত্রে জানা যায়।
সূত্রে বলছে, তথ্য গোপনের মাধ্যমে তিনি দীঘিনালা স্থানীয় বাসিন্দা হতে তোড়জোড় চালিয়েছেন একাধিকবার৷ জাতীয় পরিচয় পত্র (এনআইডি) স্থানান্তরের সময় নির্বাচন কমিশনে জানিয়েছেন বাস স্থান পরিবর্তন। সরেজমিনে দেখা যায় দীঘিনালার কল্পরঞ্জন মাঠের একটি জায়গা সত্তর লাখ টাকা ক্রয় করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা সনদ দেখাতে না পারা এবং হেডম্যান পত্যায়ন না দেওয়ায় সেই জমি ক্রয় করতে পারেন নি।
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এর নীতিমালার উদ্দেশ্য, ডিলারের সংখ্যা ও কার্যএলাকা ১.৪ ধারায় বলা আছে, ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনে নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সঙ্গে যোগাযোগের সহজতর সুবিধাজনক পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা দ্বিতীয় অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা পরবর্তী অগ্রাধিকারপ্রাপ্য বলে বিবেচিত হবেন। তবে উপজেলায় যোগ্য কোনো আবেদনকারী না থাকলে জেলার বাসিন্দা সর্বশেষ অগ্রাধিকার পাবেন। জেলার বাইরের কোনো বাসিন্দাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা/সিটি কর্পোরেশনের বাসিন্দা ব্যতীত কাউকে নিয়োগ দেওয়া যাবে না।
স্থানীয় জনপ্রতিনিধি কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান জ্ঞানো চাকমা বলেন, স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে। চট্টগ্রাম বাসিন্দা কিভাবে সার ডিলার বহাল থাকে তা বোধগম্য না। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান গগণ বিকাশ চাকমা বলেন, দীঘিনালা উপজেলার বাসিন্দাকে আগে মূলায়ন করতে হবে। এখানে চট্টগ্রাম বাসিন্দা কিভাবে সুযোগ পায় সেই বিষয়টি আইনী মাধ্যমে বাতিল করতে হবে। এসময় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন।


















