মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় রাঙামাটি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হোসনে আরার নেতৃত্বে ল্যাব, ফার্মেসি, ডেন্টাল, রেডিওলজি বিভাগে কর্মরত টেকনোলোজিস্টগণ কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচী পালন করেন।
এসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হোসনে আরা, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমর চন্দ্র দাশ এবং কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট) সামাউন রফিকা মুক্তা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে সারাদেশে স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ, দীর্ঘদিন যাবৎ চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছেন।
অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। অতীব পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু অতীব দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন, সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারী দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে। এমতাবস্থায়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অতিদ্রুত বাস্তবায়নের লক্ষে আমরা এই কর্মসুচী পালন করছি। আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আরোও কঠোর কর্মসূচী পালন করা হবে।


















