রাঙামাটির কাপ্তাই শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন মুহূর্তে কেক কাটার মাধ্যমে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পার্টি এবং প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যয়ন পত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সাড়ে ১২ টায় স্কুলের শ্রেণী কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ স্বপন। এসময় তিনি বলেন, শিশুরা আমাদের অনাগত ভবিষ্যত। প্রাইমারী স্কুল হলো একজন শিক্ষার্থীর মূল ভিত্তির জায়গা। তাই প্রাইমারি স্কুল হতে সঠিক জ্ঞান অর্জন করলে ভবিষ্যৎ তাঁরা ভালো কিছু করতে পারবে। প্রধান শিক্ষক সহ স্কুলের সকল শিক্ষকদের আন্তরিকতায় এই বিদ্যালয়টি দিন দিন উন্নতি করছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধির সভাপতি মো: রফিকুল ইসলাম, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমির হোছাইন, শিক্ষক উত্তম কুমার শীল। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।


















