কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতা-কর্মী।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এনসিপির রাঙামাটি জেলা শাখার সাবেক সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এ সময় সুকুমার দেওয়ান নিজেকে এনসিপি রাঙামাটি জেলা শাখার সাবেক সিনিয়র সদস্য হিসেবে পরিচয় দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়হীনতা, জামায়াতের সঙ্গে জোট করে রাঙামাটি আসনে প্রার্থী না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এবং বলেন আমি দীর্ঘ ১১ মাস এনসিপির সাথে যুক্ত ছিলাম কিন্তু বর্তমানে তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় জেলা সদর ও জুড়াছড়ি উপজেলার অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে আমারা বিএনপিতে যোগদান করেছি।
অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। সেই বাস্তবতা বুঝেই তারা বিএনপির পরিবারে যোগ দিয়েছেন। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি, তারা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের জন্য কাজ করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে নবযোগদানকারী নেতা-কর্মীরাও অংশ নেন।


















