বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগেসিভ এর উইমেন ইন পাওয়ার প্রোগামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী ” তে সোমবার সকালে উপজেলা পরিষেবা প্রদানকারী বিভাগের প্রতিনিধিদের সাথে সমন্বয় ও সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে প্রোগেসিভ এর সমন্বয়ক সুব্রত খীসা ও কাপ্তাইয়ের ফিল্ড অফিসার কোহেলি চাকমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী।
আলোচনা সভায় প্রকল্প উপস্থাপন করেন প্রোগেসিভ এর প্রোগাম কো- অর্ডিনেটর সুবেদিতা চাকমা।
আলোচনা সভায় মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কেআরসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নাহার বেগম,
আলোচনা সভায় বক্তারা বলেন, উইমেন ভয়েস এন্ড লিডারশীপ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন প্রোগাম যুব নারী ও কিশোরীদের জন্য দক্ষতা, সচেতনতা এবং ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।