খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ভাটার আগুন নিভিয়ে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসময় ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মেসাস্ হাজেরা ব্রিকস্ কে ৮(১)(খ) ধারা আইনে নিষিদ্ধ পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে একই আইনের ১৮(১) ধারায় আগুন নিভিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একি সাথে ভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, অবৈধভাবে পৌর এলাকায় ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে প্রস্তুতকৃত ইট ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করে জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















