বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকা ২৫ বছরে পদার্পণ উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্যভাবে রজতজয়ন্তী উদযাপন করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাতঘাটিয়া পুকুর পাড় কবির টাওয়ারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দৈনিক সাঙ্গুর চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সংবাদ সারাবেলা চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীর এর প্রতিনিধি কাজি এম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি মোঃ জাহেদ হোসেন খান, মরহুম নুরুচ্ছফা খান সওদাগর স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান, দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার এম ফয়েজুর রহমান, সমাজসেবক মোরশেদুল আলম, বরকল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মামুন মিয়া, ক্রিয়েটিভ টেকনোলজির স্বত্বাধিকারী নাঈমুল হক রাফসান, মোঃ তামিম, রুদ্র, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ করিম, নুরুল ইসলাম বাচা, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ এবং শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
রাউলিবাগ পুরাতন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল হামিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এছাড়া প্রধান অতিথি মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীর এর প্রতিনিধি সহ অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং দৈনিক সাঙ্গুর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, চন্দনাইশসহ পুরো চট্টগ্রামে দৈনিক সাঙ্গু পত্রিকা এখন খুবই পাঠক প্রিয়। দৈনিক সাঙ্গু পত্রিকার সংবাদ গুলো পাঠকদের মনে জায়গা করে নিচ্ছে। যা অন্যন্যা পত্রিকা গুলোর ছেয়ে আলাদা, এবং দৈনিক সাঙ্গু পত্রিকা দিন দিন আরো বেশি পাঠক নন্দিত হবেন এ প্রত্যাশা কামনা করেন সকলেই।


















