ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে ধানের শীষের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করেন ভাসান্যাদম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধানের শীষের এমপি প্রার্থী দীপেন দেওয়ান বলেন, ধানের শীষে ভোট দিলে পাহাড়ের মানুষ উন্নয়নসহ সব ধরনের নাগরিক সুবিধা পাবে। বিগত ১৬টি বছর দেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। বিএনপি রাষ্ট্র গঠন করলে লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বারেক দেওয়ান সহ বিভিন্ন স্থরের জেলা উপজেলা নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভা শেষে আব্দুল মোনাফ মেম্বার, ফারুক মেম্বার, বাবুল মেম্বার সোলাইমান মেম্বার শাহ জালাল মেম্বার ও জয়নাল পিসি’র নেতৃত্বে ১৫০জন বিএনপিতে যোগদান করেন।


















