রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে বড়ইছড়ি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।
এসময় কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, প্রেসক্লাব সদস্য মোঃ কবির হোসেন, মোঃ নজরুল ইসলাম লাবলু এবং অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ পরিদর্শনে যাওয়ার বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়।


















