রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে অবৈধ দোকানপাট উচ্ছেদে পক্ষ-বিপক্ষ দোকানিদের বাঁধা প্রদান। বুধবার সকালে পৌরসভা কর্তৃপক্ষ পৌর ট্রাক টার্মিনালে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযানে নামে। পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ দোকানপাট উচ্ছেদে গিয়ে বিপাকে পড়ে। একটি পক্ষ উচ্ছেদেও পক্ষে আরেকটি পক্ষ উচ্ছেদের বিপক্ষ। তখন শুরু হয় পাল্টা-পাল্টি তর্ক-বির্তক। এক পর্যায়ে অভিযান ফেলে ঘটনাস্থল থেকে চলে আসে পৌরসভা কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী তৎকালিন সময়ে পৌরসভার অসৎ কিছু কর্মকর্তার যোগশাজসে ট্রার্মিনালের মধ্যে বেশ কিছু অবৈধ দোকানপাট স্থাপন করে গোপনে গোপনে তারা ভাড়া তোলে খেতেন। ওই সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে বাধার মূখে পড়ে পৌরসভা কর্তৃপক্ষ। যারা বর্তমানে দোকানি তারা অবৈধ দোকানদার এবং ফ্যাসিস্ট সরকারের লোকজন।
এব্যাপারে জানতে পৌরসভার বাজার পরিদর্শক মোঃ কামাল হোসেনকে ফোন দেওয়া হলে প্রথম কলে রিসিভ করে কথা বলে কেটে দেন। দ্বিতীয় বার কল দেওয়া হলে সে আর কলটি রিসিভ করেনি। তবে জানাযায়, দোকানিদের ২ দিনের সময় দেওয়া হয়েছে। ২দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে দোকানিরা তাদের দোকানপাট ভেঙ্গে নিয়ে যাবেন।