রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নভেম্বর মাসের খাদ্যবান্ধব কর্মসূচী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এইসময় উক্ত কর্মসূচীর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগা, বড়ইছড়ি এলএসডি (খাদ্য গুদাম) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, ইউপি সদস্য অমল কান্তি দে উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,কাপ্তাই উপজেলাতে নভেম্বর মাসে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিজিটাল ডাটাবেজের অন্তর্ভুক্ত ১৩শত ১৫ জন ভোক্তা এই কর্মসূচির আওতায় প্রতিজন ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাবে। কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে এই কর্মসূচি চলমান রয়েছে বলে তিনি জানান।