দেশের অন্যান্য স্থানের মতো রবিবার (৩০ জানুয়ারি ) সকাল ১০টা থেকে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৮শ’ ৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম বেলাল চৌধুরী।
তিনি আরোও জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮শ’ ৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৬৪ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৬শ’ ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এদিকে, প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন , কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।
পরিদর্শনকালে এইসময় কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, পরীক্ষা মনিটরিং কমিটির আহবায়ক কর্ণফুলি সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই থানার উপ পরিদর্শক মো: খোরশেদ আলম উপস্থিত ছিলেন।