২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী খেলাফত মজলিস এর মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক কাপ্তাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত তিনি কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, তালপট্টি, মুরগীর টিলা, নতুন বাজার, লগগেইট, জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এবং রিক্সা মার্কায় ভোট চান। এসময় ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন, কল্যাণ মূলক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ ও রাঙামাটিকে মডেল রাঙামাটি জেলায় পরিনত করা হবে। তিনি আরও জানান তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক। এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন। গণসংযোগকালে এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে প্রার্থী কাপ্তাই নতুন বাজার নির্বাচনী অফিস উদ্বোধন করেন


















