আজ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকা কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট– ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের (ভোটগ্রহণ কর্মকর্তা) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী মহোদয় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
কর্মশালায় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,
”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। ”
বক্তব্যের শেষে সকল ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব প্রয়োগের মাধ্যমে নির্বাচনকে সফল করার আহ্বান জানান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ রুহুল আমীন মহোদয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জনাব শফিকুর রহমান মহোদয়, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঞ্জুরুল মোর্শেদ মহোদয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ ও ভোটগ্রহণ কর্মকর্তাগণ। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, কেন্দ্র ব্যবস্থাপনা, আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


















