আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সমর্থনে কাপ্তাইয়ে কেপিএম, কলাবাগান, সিনেমা হল, রেশম বাগান, সেগুন বাগান সহ উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।
ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার নিয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন,
”আমরা রাঙামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কে পি এম ও কে আর সি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাও: লোকমান আহমেদ, কেপিএম এলাকার দায়িত্বশীল নেতা শাহাদাত হোসেন, সেগুন বাগান এলাকার দায়িত্বশীল নেতা মো: রাসেল সহ
সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। এসময় বক্তারা নির্বাচনে ১০ দলীয় ঐক্য সমথির্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক এ আহ্বান জানান।


















