আগামী ১৭ আগস্ট সর্পদেবী মা মনসার পূজা অনুষ্ঠিত হবে। এদিন মা মনসার পূজা দেবার পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের লোকজন মা মনসার উদ্যেশে পাঁঠা ছাগল ও হাঁস বলি দেয়। বিশেষ করে চট্রগ্রাম অঞ্চলে পাঁঠা ছাগল বলি দেবার রেওয়াজ বহু বছরের।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভীড়। এইসময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বিক্রি করছে বিক্রেতারা।
কথা হয় বিক্রেতা মংলাচিং মারমার সাথে। তিনি জানান, তাঁর ঘরে তিনি বেশ কয়েকবছর ধরে ছাগল পালন করে আসছেন। আজ হাটে বিক্রি করতে নিয়ে আসলাম। ভালো দাম পাচ্ছি। বিক্রেতা অজয় দাশ ও শিবু দাশ জানান, এই বছর মাঝারি সাইজের ছাগলের চাহিদা বেশী।
ছাগল কিনতে আসা রাঙ্গুনিয়ার প্রফুল্ল শীল, মনু দাশ, চন্দ্রঘোনা মিশন এলাকার শিমুল গুপ্ত, অসীম, নয়ন জানান, বাজারে প্রচুর ছাগল থাকলেও দাম বেশ চড়া।
রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, সাপ্তাহিক বৃহস্পতিবার এই হাটে আজ বেশ ক্রেতা বিক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনছেন।