শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি ১০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
এসময় তিনি বলেন, ‘ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রয়াসেই আজকের এই উদ্যোগ। এ অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতিসহ সব ধরনের প্রয়োজনে রামগড় ব্যাটালিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
এসময় রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।