খাগড়াছড়িতে অবৈধভাবে খাদ্যশস্য মজুতসহ একাধিক অভিযোগে ওএমএস এর গুদাম সিলগালা করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
এসময় অবৈধভাবে মজুতকৃত চাল ও আটা জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওএমএস ডিলার মো: ফরিদুল ইসলামের ডিলারশীপ বাতিলের জন্য জেলা প্রশাসকের বরাবর চিঠি দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন জানান ,‘বুধবার কলা বাগানের ভাঙাব্রীজ এলাকায় ওএমএস ডিলার ফরিদুল ইসলামের গুদাম পরিদর্শন করা হয়। এসময় বেশ কিছু অনিয়ম দেখা গেছে। ওএমএস এর আওতায় চাল বিক্রি ৩১ মে শেষ হলেও তার গুদামে ৭ বস্তা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত আতপ চাল মজুত পাওয়া যায়। উপকারভোগীদের কাছে চাল বিক্রি না করে দোকান মজুত করেছে যা সর্ম্পূণ অবৈধ। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। ’
এছাড়া ওএমএস ডিলারের মজুত রেজিস্টার ও বিক্রয় রেজিস্টারে যথেষ্ট গড়মিল দেখা দেখা গেছে। মজুত রেজিস্টারে ৫ জুন (সোমবার) উত্তোলন দেখানো হলেও কোন বিক্রয় দেখানো হয়নি। এছাড়া অপরদিকে মঙ্গল ও বুধবার মজুত রেজিস্টারে কোন উত্তোলন দেখানো হয়নি। অথচ মঙ্গল ও বুধবার বিক্রয় রেজিস্টারে বিক্রয় দেখানো হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
এছাড়া ,তার গুদামটি টিনের হওয়ায় খাদ্য শস্য পাচারের শঙ্কাও রয়েছে। তার ডিলারশীপ বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হয়েছে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান বলেন ,‘আমরা চিঠি পেয়েছি। অনিয়মের অভিযোগেহ ওএমএস ডিলার ফরিদুল ইসলামের ডিলারশীপ বাতিল করা হবে।