জুরাছড়ি উপজেলায় বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সুভাষ বিজয় চাকমা (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদএর দিক নির্দেশনা অনুযায়ী বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ বিজয় চাকমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিআর মামলা-১১৬/২০১০ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত সুভাষ বিজয় চাকমা বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি গ্রামের অশ্বিনী কুমার চাকমার ছেলে।
থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম জানান গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।