জুলাই বিপ্লব পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জুলাই বিপ্লব প্রদর্শনীতে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদগাঁও থানা সংলগ্ন ফকিরা বাজার, বাস ষ্টেশন ও পোকখালীতে জুলাই বিপ্লব প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে হাজারো জনতা অংশগ্রহণ করে বিপ্লবে ছাত্র-জনতার বীরত্ব, শহীদদের আত্মত্যাগ ও বিপ্লবের বীভৎস স্মৃতি ও ফ্যাঁসিবাদী আওয়ামী সন্ত্রাসী এবং তার দোসর কর্তৃক ছাত্র জনতার উপর চালানো বর্বর হামলা ও গণহত্যার পৈশাচিক চিত্র দেখে উপস্থিত জনতা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ জুলাই প্রদর্শনীর সমন্বয় করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদগাঁও উপজেলা সংগঠক তারেকুর রহমান।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের ৩, ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল ঈদগাঁও। এ সময় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের বর্বর হামলায় নুরুল মোস্তফা নামে মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়। এছাড়া গুরুতর আহতদের মধ্যে দিনমজুর মো. বেলাল উদ্দিনের এক হাতে এক বছর পরও চিকিৎসকের পরামর্শ মতে রড রয়েছে। যার কারণে সে এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারছে না।
জাতির মুক্তির জন্য জুলাই বিপ্লবে ঈদগাঁওর ছাত্র-জনতা এত ত্যাগ করলেও আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরাফেরা করাতে নিহত, আহত ও আন্দোলনে জড়িত ছাত্র-জনতা আতঙ্কে দিন পার করছে বলে জানান জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী।