রাঙামাটির কাউখালী উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোঁয়া ও বিশ্ব ডিম দিবস। দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ প্রিমা মহাজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ- সহকারি প্রকৌশলী ঝিনি চাকমা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ফজলুল করিম, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, কাউখালী আইডিয়াল কেজি স্কুল অধ্যক্ষ মাষ্টার মিলন কান্তি দে, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন দপ্তরের প্রতনিধি বৃন্দ।


















