রাঙামাটির নানিয়ারচরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান। তিনি বলেন, “৭ নভেম্বর দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে ঐকবদ্ধ হতে হবে।”
উপজেলা বিএনপির সহ-সভাপতি তুতি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:- কবির হোসেন। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।


















