রাঙামাটিতে পার্বত্য ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকেলে কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ব্যাটমিন্টন ব্যায়বহুল খেলা। খেলার পোশাকসহ নানা সরঞ্জাম কেনা অনেক কঠিন। খেলা-ধূলা মানুষের জীবনে অংশ। শরীর ভাল লাগতে হলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার উন্নয়নে যা কিছু করার দরকার জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।
রাঙামাটি ব্যাটমিন্টন ক্লাবের সভাপতি জয় খীসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট শ্রী চঞ্চু চাকমা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান এবং আঞ্চলিক পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুইচিং মং মারমা।
এ টুর্নামেন্টে তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ২৮ জন ব্যাটমিন্টন খেলোয়ার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে দুইটি গ্রুপে ছয়টি খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।