রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

বান্দরবান আইনজীবী সমিতিতে সভাপতি কালাম, সম্পাদক খলিল

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

 

রিজভী রাহাত, বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম সভাপতি এবং মোহাম্মদ খলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুরে  আইনজীবী সমিতি মিলনায়তনে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন ভুঁইয়া, সংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আবু হেনা মোস্তফা কামাল, জিয়াউল হক ও মেনুসাং মারমা।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সাদেকুল মাওলা ধ্রুব, অর্থ সম্পাদক শামসুল হক রনি ও আইটি সম্পাদক তৌহিদুর রহমান।

মূখ্য নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন আইনজীবী স্বপন কুমার চৌধুরী এবং নির্বাচনী কর্মকর্তা হিসাবে ছিলেন আইনজীবী মোহাম্মদ শাহজাহান ও উম্যচিং মারমা।

মূখ্য নির্বাচনী কর্মকর্তার স্বপন কুমার চৌধুরী জানান-

আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৮১ জন। ভোট প্রদান করেছেন ৭৭ জন।

সর্বশেষ - আইন ও অপরাধ