রাঙামাটির কাউখালী উপজেলার হাটের দিন সোমবার সকালে কেংরাছড়ি খালের মধ্যে যাত্রী নিয়ে ব্যাটারীচালিত অটোরিকশা চালক সহ পড়ে গিয়ে ৩ জন গুরুতর আহত হয় বলে জানা যায়।
জানা যায় কাউখালী বাজার বেইলি ব্রিজের নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয়। যার ফলে ব্রিজের পার্শ্ববর্তী কেংড়াছড়ি খালের উপর দিয়ে জনসাধারণ ও হাল্কা যানবাহন চলাচল করে আসছিল।
হাটের দিন হওয়ায় লোকজন যাতায়াত ছিল বেশি হটাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা চালক যাত্রী বোঝাই গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেংরাছড়ি খালের মধ্যে পরে যায়। লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থয়কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা সেবা প্রদান করে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ৩ জন কে রাংগামাটি জেলা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।
গুরুতরআহতরা হলেন ব্যাটারী চালিত অটোরিকশা চালক হুমায়ুন কবির (৬৩), পিতা মৃত আবদুল বাতেন, সাং বেতছড়ি, ঘাগড়া, কৃষ্ণ শোভা চাকমা ৪০), স্বামী সুন্দর চাকমা, শামুকছড়ি,ঘাগড়া, শিউলী আক্তার (৩০), স্বামী, মোঃ শাহাবুদ্দিন, সাং কাশখালী ঘাগড়া কাউখালি রাংগামাটি পার্বত্য জেলা বলে জানান।