রাঙামাটির বরকল সুবলং অর্পণাচরণ শাখা বন বিহারে ১৭ তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রথম পর্বে মহাস্থবির বরণ, বুদ্ধমূর্তি দান, সীবলী মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান, নব নির্মিত সীবলী মন্দির উৎসর্গ সহ নানাবিধ দান সম্পাদিত হয়।
প্রথম পর্বের পূণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারে আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।
ধর্মদেশনা প্রদান করেন বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পন্থক মহাস্থবির। নানিয়াচর রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির।
প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। ধর্ম সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা, বিহার পরিচালনা কমিটি সভাপতি প্রবাদ রজ্ঞন চাকমা।