শনিবার, মার্চ ২৫News That Matters

রুমায় অগ্নদুর্গতদের মারমা স্টুডেন্ট কাউন্সিলের ত্রাণ সহায়তা

শেয়ার করুন:

 

 

রুমা উপজেলায় দুর্গম ঠান্ডা ঝড়ি পাড়ার ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করেন বাংলাদেশের মারমা স্টুডেন্ট কাউন্সিল।

বুধবার(১৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল সদস্য বৃন্দরা বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থিদেরা ঠান্ডাঝিরি পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ অর্থ তিন হাজার টাকা, তৈল ২লিটার, ডাল,সিদুল আধা কেজি, পেয়াজ, রসুন, ঔষধপত্র এবং মাদুল, ও গায়ে পরানোর পোশাক সহ প্রায় ৭০ হাজার টাকার ত্রান সমগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন বান্দরবান জেলা মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি উহ্লাচিং মারমা, সহ-সভাপতি থুইয়ইনু মার্মা, সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মার্মা, মারমা স্টুডেন্টস কাউন্সিল কলেজ কমিটি সভাপতি ক্যহাইসিং মার্মা, সাধারণ সম্পাদক সাচিংপ্রু মার্মা ও বান্দরবান জেলা মারমা স্টুডেন্টস কাউন্সিল সদস্যবৃন্দ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারী) ২নং রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম ঠান্ডা ঝিরি পাড়ায় সামংউ মারমা ( ৫৬) বাড়ির থেকে সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফুরনে আগুনের সূত্রপাত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পরিবার পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় সব মিলে ৫০লক্ষ পরিমানের অধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি শিকার হয়।

ত্রান বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ঠান্ডাঝিরি পাড়া কারবারী প্রুসা অং মারমা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অংচওয়াং মারমা।

ছাত্র লীগ নেতা অংচওয়াং মারমা বলেন এই ছাত্র সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মানবিক সহায়তা ও সেবা মূলক কাজের অংশ হিসেবে অর্থ সংগ্রহ করে এই সব ত্রান বিতরন করা হয় এবং অতীতেও বিভিন্ন স্থানে ত্রান দিয়ে আসছেন বলে জানালেন এই ছাত্রলীগ নেতা অংচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *