রাঙামাটির জুরাছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, পার্বত্য এলাকায় বন উজাড়েরর কারণে পরিবেশের বিপর্যয় দেখা দিচ্ছে। তীব্র তাপদহে সুপীয় পানির সংকট দেখা দিচ্ছে। এই সংকট মোকাবেলায় সামাজিক ভাবে সবুজ বনায়ন তৈরীতে সবাইকে এগিয়ে আসতে হবে।
একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।